চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী পরিচয়দানকারী ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ও কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর বিষয়টি নিশ্চিত করে এ অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
১৫ অক্টোবর (শনিবার) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগটি জমা দিয়েছেন কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানাজা বেগম নিশি।
অভিযোগপত্রে বানাজা বেগম উল্লেখ করেন, আমরা লক্ষ্য করছি গতকাল জুলধায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর সাথে আরও দু’ভাইস চেয়ারম্যান প্রার্থী নিজেদের দলীয় প্রার্থী জাহির করে প্রচারণায় অংশ নিয়েছেন। যা নির্বাচন আইন বিরোধী। বিধিমতে, প্রতীক বরাদ্দের পর পথসভা করা হয়।
তিনি অভিযোগে আরও লিখেন, এবারে ভাইস চেয়ারম্যান পদে কোন দলীয় প্রতীক না থাকা সত্বেও ভাইস চেয়ারম্যান দ্বয় জনসম্মুখে দলীয় প্রার্থী বলে ঘোষণা করছেন। যা নির্বাচনের বিধি ভুক্ত নয়। এমনকি সরকারি কোন কর্মকর্তা এ প্রচারণায় যুক্ত হতে পারে না।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানাজা বেগম এর লিখিত অভিযোগ পেয়েছি। যেখানে তিনি অভিযোগ করেছেন ফারুক চৌধুরী, আমির আহমদ ও মোমেনা আক্তার নয়ন আচরণ বিধি লঙ্ঘন করে একই সাথে সভা করেছেন। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ অক্টোবর।
জা// দেশতথ্য// ১৫ অক্টোবর ২০২২//

Discussion about this post