কাতারের প্রিন্স ও ধনকুবের আব্দেল আজিজ বিন খলিফা আল-থানির সাবেক তৃতীয় স্ত্রীর মরদেহ স্পেনের মারবেলা রিসোর্টের নিজ বাড়ি থেকে উদ্ধারের ঘটনা ঘটেছে। ওই নারীর নাম কাসিয়া গ্যালানিও। বুধবার (১ জুন) ডেইলি মিররের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, মাত্রাতিরিক্ত মাদক সেবনের জন্য রোববার গ্যালানিওর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর আগে তার সংসারে জন্ম নেয়া তিন সন্তানের উত্তরাধিকার নিয়ে আইনি লড়াই করছিলেন তিনি। গত ১৫ বছর ধরে তার সন্তানরা কার হেফাজতে থাকবে এ নিয়ে তিক্ত লড়াই করছিলেন গ্যালানিও।
জানা যায়, তিন মেয়ের একজনকে যৌন নিপীড়ন করা হয়েছিল বলে কাতারের আমিরের চাচা ও স্বামী আব্দেল আজিজ বিন খলিফা আল থানির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন গ্যালানিও। আর এই অভিযোগের পরই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়।
কাসিয়া গ্যালানিও স্পেনেরে মারবেলা রিসোর্টে একটি বাড়িতে বাস করতেন। তার তিন সন্তান বাবার সঙ্গে প্যারিসে থাকতেন। তবে মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন ধনকুবের আল-থানি।
২০০৪ সালে ৪৫ বছর বয়সে আল-থানিকে বিয়ে করেন গ্যালানিও। তার স্বামী ১৯৯২ সালে আমিরকে ক্ষমতাচ্যুতের চেষ্টার অভিযোগে রাজপরিবার থেকে বহিষ্কৃত হওয়ার পর প্যারিসে পাড়ি জমান।
জা//দেশতথ্য/০১-০৬-২০২২//০৯.৪৬ পি এম

Discussion about this post