Print Date & Time : 1 July 2025 Tuesday 11:34 am

রুবেল হত্যার আসামিদের গ্রেফতার দাবিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ এবং আসামীদের গ্রেফতারের দাবিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টায় শহরের এনএস রোডে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শামিম উল হাসান অপুর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। এসময় একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ,সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার, সাংগাঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু। উক্ত মানববন্ধন ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাক এএম জুবায়েদ রিপন,কোষাধ্যক্ষ এম.লিটন-উজ-জামান, আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, দৈনিক সূত্রপাতের সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম , দৈনিক মুক্তমঞ্চের ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম রেজা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান , সহ সভাপতি হেলাল মজুমদার , নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন বাবু, দপ্তর সম্পাদক জাহিদ হাসান,কোষাধ্যক্ষ ইয়ামিন হোসেন, সমাজ কল্যান বিষয়ক সম্পদক মহন আলী ,কুামারখালীর পান্টির সময়ের কাগজের স্টাফ রিপোর্টার শাহিন বিশ্বাস। এসসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক খালিদ হাসান সিপাই, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, নির্বাহী সদস্য হায়দার আলী , সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বকুল আলী, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মুনিব,সময়ের কাগজের সহকারি সম্পাদক খন্দকার সোহেল টানু, বার্তা প্রধান শুভ, শাহরিয়া ইমন রুবেল, আবু মনি সাকলাইন এলিন, দৈনিক শিকলের স্টাফ রিপোর্টার আলমগীর , সাকিব, অপু, জিকু,জিয়া, কুষ্টিয়ার কন্ঠ-২৪এর নাব্ব্রি আল নাফিজ, দৈনিক সময়ের দিগন্তের রাসেল আহম্মেদ, কুষ্টিয়া দর্পনের শরিফুল হক পপি, শেখ জহির রায়হান, আসলাম হোসেন,আব্দুর রহমান, ভয়েজ অব কুষ্টিয়ার মুন্সী শাহিন আহম্মেদ জুয়েল,বিজয় টিভির রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়ার খবরের আরাফাত হোসেন, দৈনিক সূত্রপাতের নাজমুল শেখ, বাস্তব চিত্র অনলাইনের রাশিদা খাতুন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য নাহিদ হাসান রুপল, খালিদ সাইফুল , সমায়ের কাগজের স্টাফ রিপোর্টার রাসেদুর ইসলাম, কুষ্টিয়ার খবরের আলামিন হোসেন প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মৃত্যুর একমাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত হত্যার রহস্য এবং প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। সাংবাদিক রুবেল হত্যাকে কেন্দ্র করে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিক সমাজ আজ ঐক্যবদ্ধ হয়েছে। যতক্ষন পর্যন্ত এই হত্যার বিচার না হবে ততদিন রাজপথে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বক্তারা দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

দৈনিক দেশতথ্য//এল//