রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
দৈনিক দেশবার্তা’র সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক রুমান দেওয়ানের পিতা আজিজুল হক দেওয়ান ঈদের দিন সকালে কদমতলীর নিজ এলাকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলায়েহি রাজিউন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৫। তিনি করোনার সময় মৃত ব্যক্তির দাফন কাফনের সাথে যুক্ত ছিলেন। ঈদের দিন কোরবানীর পশু জবাইয়ের কাজে থাকা অবস্থায় সকাল ১০ টায় স্টোক করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ মাগরিব বাড়ীর সাথে আদমজী কবরস্থান মসজিদে নামাজে জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
আজিজুল হক আধুনা বিলুপ্ত আদমজী জুট মিলের ২নং ওয়ার্কশপের একজন মেকানিক ছিলেন। তিনি বিক্রমপুর পরগণার টঙ্গীবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত রমিজ উদ্দিন দেওয়ানের পুত্র। সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা মো. মোসলেম উদ্দিন তার ভাই।