Print Date & Time : 10 May 2025 Saturday 5:38 pm

রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার


রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়নগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ কর্মী মো. রাকিব হোসেন (১৮) হত্যা মামলার পলাতক প্রধান ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব -১১।

বুধবার রাতে গোলাকান্দাইল হান্নানের চায়ের দোকানের সামনে ইউনিয়ন শ্রমিকলীগ নেতা দেলোয়ারের নেতৃত্বে একদল অস্ত্রধারী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রাকিবকে হত্যা করে। শুক্রবার রাতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি আভিযানিক দল র‌্যাব-১৪ এবং র‌্যাব-১৫ এর সহায়তায় হত্যাকারীদের গ্রেফতার করে।
শনিবার বিকালে আদমজী নগরের র‌্যাব-১১ এর প্রধান কার্যালয় হতে মিডিয়া কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানান।
র‌্যাব কর্মকর্তা জানায় রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে গ্রেফতারকৃত আসামি দেলোয়ার (৪০), সজিব মিয়া (২২), মো রুবেল হোসেন (৩৮) ও পালাতক অন্যান্য আসামীরা ভিকটিম রাকিব হোসেনকে বুধবার (২১সেপ্টেম্বর) রাতে দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল সাকিনস্থ হান্নানের চায়ের দোকানের সামনে অতর্কিতভাবে এলোপাথারি মারপিট শুরু করে। দেশীয় ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে রাকিবকে নৃশংসভাবে হত্যা করে। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনা বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।
তিনি আরো জানান, হত্যা ঘটনায় রাকিবের বোন আখি আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং-৬৯ তারিখ ২২/০৯/২০২২ইং) মামলা হওয়ার পর থেকেই হত্যাকারীরা কৌশলে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে গিয়েছিল। শুক্রবার রাতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি আভিযানিক দল র‌্যাব-১৪ এবং র‌্যাব-১৫ এর সহায়তায় হত্যাকারী ৩জনকে গ্রেফতার করে।

দৈনিক দেশতথ্য//এল//