: রূপগঞ্জে অস্ত্রসহ দুর্ধর্ষ কিশোর গ্যাং সজিব বাহিনীর ৫ সদস্যকে আটক করেছে র্যাব এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জের তারাবো এলাকায় র্যাব-১১ এর একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মঙ্গলবার বিকালে আদমজীনগর র্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে মিডিয়া কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু গণমাধ্যমকে এ তথ্য জানান।
আটককৃতরা হলো-সজিব হোসেন, সুজন, রনি, সোহেল মিয়া ও খবির। প্রত্যেকের বয়স ১৯ হতে ২০ বছর। তাদের তল্লাশি করে একটি চাপাতি, দুইটি গিয়ার সুইচযুক্ত ধারালো চাকু, একটি স্টীলের কাটারি এবং একটি সীজার (কাঁচি) উদ্ধার করা হয়। তারা নিজেদেরকে কিশোর গ্যাং ‘সজিব বাহিনী’র সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।
মিডিয়া কর্মকর্তা জানান, তারা ৫ থেকে ৭ জনের একটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে।
রাজা/দৈনিক দেশ তথ্য//সেপ্টেম্বর ০৬,২০২২//

Discussion about this post