Print Date & Time : 1 July 2025 Tuesday 5:11 pm

রূপগঞ্জে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেফতার

রুম্মান দেওয়ান,সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: রূপগঞ্জের কিশোর গ্যাং এর সদস্য ও হত্যা চেষ্টা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ছোনাব তাঁত বোর্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- হাসান মিয়া(২৬) ও আরিয়ান(২৩)। গ্রেফতারের পর তাদের তল্লাশি করে ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
গতকাল রবিবার সকালে র‌্যাব-১১ এর প্রধান কার্যালয় আদমজীনগর থেকে মিডিয়া কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীরা দুর্ধর্ষ কিশোর গ্যাং এর সদস্য এবং নিজ এলাকায় নানাবিধ অপকর্মের সাথে জড়িত। আসামিরা গত ৩১ জুলাই নাহাটি এলাকায় মো. রাজুকে দলীয় বিরোধের জেরে খুন করার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এই মর্মান্তিক হত্যা চেষ্টার ঘটনায় মো. কামাল হোসেন (৫৬) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। হাসান মিয়া ও আরিয়ান উক্ত মামলার অন্যতম এজাহারনামীয় পলাতক আসামি।

দৈনিক দেশতথ্য//এল//