খুলনার রূপসা উপজেলা সদরের ৪নং টিএসবি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সেখের বিরুদ্ধে ১০কোটি টাকা মানহানির অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মামলা হয়েছে।
গত ২০ ডিসেম্বর ২২ তারিখে ঢাকার সিএমএম আদালতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) র সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সদস্য, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্য এবং দৈনিক আজকের সংবাদের সিনিয়র রিপোর্টার সাংবাদিক বুদ্ধদেব হালদার জুয়েল বাদি হয়ে এ অভিযোগ করেন।
তিনি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সেখের বিরুদ্ধে খুলনার একটি স্থানীয় দৈনিক পত্রিকায় বিঞ্জাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের মানহানিকর তথ্য প্রকাশ করার অভিযোগ করেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে প্রতিবেদন দেয়ার আদেশ দেয়। যার নং সিআর ৬৬০/২২।
অপর দিকে মামলার খবর জানাজানি হলে জাহাঙ্গির সেখ ক্ষুব্দ হয়ে তার ঘনিষ্টজন হিসাবে পরিচিত ড্রাইভার আওয়ালের মাধ্যমে গত ২৫ ডিসেম্বর সন্ধায় মামলার বাদী সংবাদিক জুয়েলকে কৌশলে নিউ মার্কেটে ডেকে নেয়। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হুমকি ধামকি দেয়। পরে সাংবাদিক জুয়েল কৌশলে ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। জাহাঙ্গির তাকে বিভিন্ন লোকের মাধ্যমে ফোন করে তার কাছে আনতে ব্যার্থ হয়।
এব্যারে সাংবাদিক জুয়েল চেয়ারম্যান ও তার সহযোগীদের হাত থেকে নিজ এবং তার পরিবার ও নিকটজনের জানমালের নিরাপত্তায় জাহাঙ্গিরের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি সাধান ডায়েরী করেন যার নং-১৪৪৯ তারিখ ২৬-১২-২০২২ইং।
উল্লেখ্য এর আগেও জাহাঙ্গীর সাংবাদিক জুয়েলকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। সাংবাদিক জুয়েলকে শারীরিক ভাবে লাঞ্চিত করার জের ধরে ও তার সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে জাহাঙ্গিরের বিরুদ্ধে স্থানীয় বাগেরহাটের কচুয়া উপজেলা, মোড়েলগঞ্জ উপজেলায় এবং খুলনার দাকোপে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। যার সংবাদ খুলনার স্থ্যানীয়সহ ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৮,২০২২//