শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার রুপসায় ‘প্রিয় ফিশ ডিপো’ নামের একটি প্রতিষ্ঠানে বাইরে থেকে তালাবদ্ধ রেখে ভেতরে চিংড়িতে অপদ্রব্য পুশ কালে ৭ জনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৭০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত আসামিরা হলো, ফকিরহাটের আনন্দ গাইন(৪৮), সাতক্ষীরার আলী মুনসুর(৫৫), রূপসার মোঃ সেলিম(৫৫), রফিকুল ইজারদার(৩২), ইমন মোল্লা(২২), বাবুল শেখ(৪৬) ও সদর থানার টিপু সিকদার(৫৬)।
গ্রেপ্তারকৃতদের প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদানসহ অপদ্রব্য পুশকৃত আনুমানিক ৭০ কেজি চিংড়ি একই সময় জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রুপসা ঘাটের মাইক্রোবাস স্ট্যান্ডের বিপরীতে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত র্যাবের একটি দল আভিযান পরিচালনা করে ডিপোর বাইরে থেকে তালা দিয়ে ভিতরে বসে চিংড়িতে অপদ্রব্য পুশ কালে ওই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
রূপসার উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাসনিম এবং উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সবশেষে জব্দকৃত ৭০ কেজি চিংড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মৎস্য কমকর্তার উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি ধ্বংস করার পাশাপাশি দন্ডপ্রাপ্ত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//