শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় স্বজনদের সাথে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে বুশরা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুরে এ ঘটনা ঘটেছে।
নিহত শিশু বুশরা চাঁদপুর এলাকার সাহাবুর রহমানের মেয়ে।
রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন শিশুটির মৃত্যর বিষয়ে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে বুশরা তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পার্শ্ববর্তী একটি নদীতে গোসল করতে নামে। এ সময় অসাবধানতা বশত সে নদীর পানিতে ডুবে গেলে পরিবারের অন্যরা তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে স্বজনরা পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক দেশতথ্য//এল//