কুষ্টিয়া সদর থানার রেজিস্ট্রি কোর্ট চত্বরে এক শুভ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুম্মা এ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গফরগাঁও, ময়মনসিংহ নিবাসী বাবু দিনেশ মন্ডল ও সাবিত্রী মন্ডলের ছেলে খোকন মন্ডল ওরফে আব্দুর রহমান এবং গোয়ালন্দ বাজার, রাজবাড়ী নিবাসী মাসুদ শেখ ও আশু বেগমের কন্যা কেয়া বেগম। আব্দুর রহমান ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ কার্য সম্পন্ন করেন এবং বিবাহের রেজিস্ট্রেশন বইতে স্বাক্ষর করেন।
দুই লক্ষ টাকা দেনমোহর ধার্য করে সে ১৫ হাজার টাকা সোনার গহনা বাবদ পরিষোধ করে বিবাহ রেজিস্ট্রি করেন। তাদের সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, ডেপুটি কন্ট্রোলার, জাতীয় বিশ্ববিদ্যালয় জনাব আবু সালেহ মোহাম্মদ শরীফ, সহকারী অধ্যাপক মিরপুর মহিলা কলেজ, কুষ্টিয়া মোঃ আব্বাস উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ ৮ ফেব্রুয়ারি ২০২৩