Print Date & Time : 27 August 2025 Wednesday 4:03 am

রেঞ্জের শ্রেষ্ঠ অর্জন কুষ্টিয়া মডেল থানার ওসি, এসআই ও এএসআই’য়ের

কুষ্টিয়া মডেল থানায় যোগদানের মাস পেরোতেই খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন শাহাদৎ হোসেন শ্রেষ্ঠ এসআই সুফল সরকার ও শ্রেষ্ঠ এ এস আই শাহীন ।

গতকাল সকালে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তার হাতে এই শ্রেষ্ঠত্বের পুরষ্কার তুলে দেন ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম।

এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। একই অনুষ্ঠানে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসাবে পুরষ্কার প্রাপ্ত হন কুষ্টিয়া মডেল থানার এসআই সুফল বিশ্বাস ও এএসআই শাহিন। তাদের হাতেও শ্রেষ্ঠত্বের পুরষ্কার তুলে দেন ডিআইজি মঈনুল হক, বিপিএম(বার), পিপিএম।

উল্লেখ্য, গত এপ্রিল মাসের খুলনা রেঞ্জের পারফরম্যান্স বিবেচনায় তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৮ মে ২০২৩