Print Date & Time : 10 May 2025 Saturday 10:44 pm

রেড ক্রিসেন্টের উদ্যোগে তহবিল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতি বৎসর ”মে” মাসকে তহবিল সংগ্রহ মাস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহন করেছে। এ উপলক্ষ্যে দেশের ৬৪টি জেলার ৬৮টি ইউনিট বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আজ ২৮ জুন মঙ্গলবার কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট স্থানীয় প্রশাসন ও গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্ময়ে তহবিল সংগ্রহ কার্যক্রম-২০২২ এর উদ্বোধন ঘোষনা করেছে।
কার্যক্রমের লক্ষ্য হলো তহবিল সংগ্রহ করা এবং উদ্দেশ্য হলো প্রাপ্ত তহবিল প্রত্যন্ত এলাকার বিপদাপন্ন মানুষের সেবায় ব্যয় করা এবং তাদের দুর্ভোগ লাঘবে সহায়তা করা।
তহবিল সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিটের সম্মানিত ভাইস-চেয়ারম্যান চৌধুরি মুরশেদ আলম মধু এবং ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোঃ আজগর আলী। এছাড়া উক্ত বিষয়ে দিক নির্দেশনা বিষয়ক পরামর্শ প্রদান করেন কুষ্টিয়া ইউনিটের সম্মানিত ভাইস-চেয়ারম্যান চৌধুরি মুরশেদ আলম মধু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু,কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যাপক লাল মোহাম্মদ, প্রথম আলো প্রত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ হাসান শিপলু সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিট কার্য নির্বাহী কমিটির সদস্য হাজী সেলিনুর রহমান,মুহাম্মদ শামসুর রহমান বাবু,সাজেদা হোসেন, মোঃ মুকুল হোসেন, মো: আব্দুর রাজ্জাক বাচ্চু,সেলিম আহমেদ,স্থানীয় প্রশাসন,ব্যাংকার,সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গসহ সম্মানিত আজীবন সদস্যগন। এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিটের যুব সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার প্রতিধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,কুষ্টিয়া ইউনিটের ইউনিট অফিসার সাঈদ মো: শামীম রহমান শাহীন।

দৈনিক দেশতথ্য//এল//