বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,কুষ্টিয়া ইউনিট এর উদ্দ্যেগে এবং জাতীয় সদর দপ্তরের সহায়তায় দুইদিন ব্যাপী রেডক্রস-রেড ক্রিসেন্টর কার্যক্রম ও ইউনিট নির্বাহী কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট এ্যাফেয়ার্স বিভাগের পরিচালক নাজমা পারভীন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিট এ্যাফেয়ার্স বিভাগের উপ-পরিচালক কবির আহম্মেদ ফকির।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সন্মানিত ভাইস-চেয়ারম্যান চৌধুরি মুরশেদ আলম মধু এবং সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মো: আসগর আলী,ইউনিট কার্যনির্বাহী সদস্য আ.স.ম আখতারুজ্জামান (মাসুম), মুহম্মদ শামসুর রহমান বাবু, মো: আব্দুর রাজ্জাক বাচ্চু, মো: মুকুল হোসেন, সাজেদা হোসেন ও সেলিম আহমেদ,আজীবন সদস্যবৃন্দ, যুবপ্রধান মেহেদী হাসান জয়,উপ যুব প্রধান-১ মুনতাসির আহমেদ এবং উপ যুব প্রধান-২ মনি মাহমুদ। কর্মশালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম, ২০২১-২০২৫ সালের কর্মপরিকল্পনা,ঢাকা ডিক্লারেশন,জাতীয় দুর্যোগ প্রতিরোধ কমিটির কার্যক্রম,ইউনিট অর্গানোগ্রাম,জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ততা, জিও/এনজিও এর সাথে পার্টনারশীপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় প্রধান অতিথি নাজমা পারভীন বলেন রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানবিক সংগঠন।
সংগঠনটির ব্যাপ্তি যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে এজন্য আজীবন সদস্য এর সংখ্যা বাড়াতে হবে এবং সংগঠনের সাথে জড়িত থেকে মানবিক কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে ও ইউনিটকে স্বাবলম্বী হতে হবে। এছাড়া ইউনিটে সেক্রেটারী মো: আসগর আলী বলেন প্রধান অতিথির বক্ত্যবের সাথে আমি সহমত প্রকাশ করছি। এজন্য কুষ্টিয়া ইউনিট সমসময় নিজেদের দক্ষ স্বেচ্ছাসেবকদের সমন্ময়ে যেকোন দুর্যোগে মানবিক সেবামূলক কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরোও বৃদ্ধি করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিট অফিসার সাঈদ মো: শামীম রহমান। অনুষ্ঠান শেষে কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সন্মানিত ভাইস-চেয়ারম্যান চৌধুরি মুরশেদ আলম মধু এর ৭৬ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়।

Discussion about this post