পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোন লালমনিরহাটের পাটগ্রাম রেল রুটে বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন কয়েকদফা তারিখ দিয়ে সরাসরি চলাচল না করায় পাটগ্রামে রেলপথ ও সড়ক পথ অবরোধ করার ঘোষণা করেছে পাটগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন ৷
সরাসরি বুড়িমারী থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চালু না হওয়ায় মঙ্গলবার (১৫ এপ্রিল ) সকাল সাড়ে এগার টায় পাটগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অবরোধ কর্মসূচীর ঘোষণা করেন সংগঠনের সভাপতি এ টি জি কাকন সিদ্দিকী। তিনি জানান ২০ এপ্রিল সোমবার দুপুর ২ টা পর্যন্ত রেলপথ ও রাত ১০ টা পর্যন্ত সড়ক পথ অবরোধ করার ঘোষণা দেন।
জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে কয়েকদফা রেলপথ অবরোধ ও ট্রেন আটক করে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি চালু করার দাবি করে আসছে স্থানীয়রা। এ আন্দোলনের কারনে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমে গত ১৫ ফেব্রুয়ারি ও পরে আবারো ১০ মার্চ বুড়িমারী থেকে চালু করার কথা নিশ্চিত করে। সে অনুযায়ী বুড়িমারী রেলওয়ে স্টেশনের কাছে অবকাঠামো তৈরি করা হয়। পরবর্তীতে রহস্যজনক কারণে বুড়িমারী থেকে এ আন্তঃনগর ট্রেনটি চালু না করায় এবং ১৫ এপ্রিল থেকে ট্রেনটি পূনরায় চালু হওয়ার কথা থাকলেও তা ভেস্তে যাওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন পাটগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদ। সভাপতিত্ব করেন পাটগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি এ টি জে কাকন সিদ্দিকী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান,পৌর জামায়াতের আমীর সোহেল রানা, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম,পৌর বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর কবির শামীম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মানিক,পৌর স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মুশফিকুর রানা,পৌর যুবদলের আহবায়ক জিয়াউল হক মামুন প্রমুখ। উল্লেখ্য ইতিপূর্বে অবরোধ চলাকালীন সময়ে লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা (এটিও) ফারুকুল ইসলাম ১৫ এপ্রিল বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি চালু করার নিশ্চয়তা প্রদান করলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

Discussion about this post