রেলের নিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে গাজীপুরের কালিয়াকৈরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন আনসার ও ভিডিপি সদস্যরা।
সারা উপজেলায় ঝুঁকিপূর্ণ ৮টি পয়েন্টে ৭২ জন সদস্য পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন।
শুধু হাতে লাঠি ও বাঁশি নিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরস্ত্র অবস্থায় অনিরাপদ আনসাররা। ফলে জীবনের ঝুঁকি নিয়ে দেশের সম্পদ ও জনগণের যানমাল রক্ষায় ব্যস্ত সময় পার করছেন এ বাহিনীর সদস্যরা।
এলাকাবাসী, উপজেলা আনসার অফিস ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধ চলমান। সারাদেশে হরতাল-অবরোধের নামে রেললাইন ও ট্রেনে আগুনসহ সহিংসতা, অগ্নিসন্ত্রাস, নাশকতা, পিটিয়ে পুলিশ হত্যাসহ নানা ধরণের নৈরাজ্য চালাচ্ছে বিএনপি-জামায়াত। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ট্রেন ও ট্রেনলাইনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসব প্রতিরোধে সরকারের অন্যান্য বাহিনীর মত রেললাইন পাহারায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছেন আনসার ও ভিডিপি সদ্যরা। এ উপজেলার ভেতর দিয়ে বয়ে গেছে জয়দেবপুর-রাজশাহী রেললাইন। যে রেললাইন দিয়ে চলাচল করে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের মানুষ। এ রেললাইনের নিরাপত্তা, রেল চলাচল স্বাভাবিক রাখা ও নাশকতা প্রতিরোধে কাজ করছেন আনসার সদস্যরা। উপজেলার রেলক্রসিং ও স্টেশনের ৮টি পয়েন্টে ৭২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। ওই পয়েন্টগুলো হচ্ছে, বঙ্গবন্ধু হাইটেক রেলস্টেশন, মৌচাক রতনপুর রেলস্টেশন, ধোপাচালা রেলক্রসিং, কারখানা বাজার রেলক্রসিং, ভান্নারা রেলক্রসিং, মাটিকাটা রেলক্রসিং, কালামপুর রেলক্রসিং ও শোনাখালী রেলক্রসিং। এসব স্থানে প্রতি শিফটে ৩ জন করে রেললাইনে পাহারা দিচ্ছেন। এ বাহিনীর নির্ধারিত পোশাক পরিধান করা আনসার ও ভিডিপি সদস্যদের হাতে শুধু লাঠি ও বাঁশি। অথচ নিরাপত্তার দায়িত্বে থাকা নিরস্ত্র অবস্থায় অনেকটা অনিরাপদ রয়েছে আনসাররা। ফলে জীবনের ঝুঁকি নিয়ে আনসার ও ভিডিপি সদস্যরা রাষ্ট্রীয় সম্পদ, জনগনের যানমাল রক্ষায় দায়িত্ব পালন করছেন। তবে তাদের সাধুবাধ জানিয়েছেন যাত্রী ও স্থানীয় লোকজন।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, জয়দেবপুর-রাজশাহী রেললাইনের উপজেলার দুটি রেলস্টেশনসহ ৮টি রেলক্রসিং পয়েন্টে ভাগ করা হয়েছে। এতে প্রতি শিফটে ৩ জন করে মোট ৭২ জন আনসার ও ভিডিপি সদস্য রেললাইন পাহারায় নিয়োজিত আছেন। কিন্তু তাদের ম্যানুয়ালে অস্ত্র থাকার নির্দেশনা নেই। তবে যতদিন হরতাল অবরোধ থাকবে ততদিন পর্যন্ত তারা নিরাপত্তার দায়িত্বে অব্যাহত থাকবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, সরকারী নির্দেশেনা অনুযায়ী হরতাল-অবরোধকালীন সময়ে রেলনাইন পাহারায় আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন। তবে আনসারদের অনিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা নাশকতা মুলক কোন তথ্য জানালে আমরা তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post