Print Date & Time : 12 July 2025 Saturday 12:48 pm

রোগীকে ধর্ষণ চেষ্টা মামলায় চিকিৎসক জেলে

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহারে চিকিৎসার নামে চেম্বারে রোগীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় মামলা দয়েরের পর পুলিশ ধর্ষনের চেষ্টাকারী হোমীও চিকিৎসককে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
ধর্ষণের স্বিকার নাবালিকা মেয়ের মা মোসা: শাহনা বেগমের থানায় দায়ের করা এজহার সূ্েরত্র জানা গেছে, গত ১৬জুন শাহনা বেগম হাফেজিয়া মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া তার ১১বছরের নাবালিকা মেয়েকে চিকিৎসরা জন্য সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের আলাউদ্দীন (বিশুর) ছেলে মো: দেলোয়ার হোসেন এর আশড়ন্দ বাজারে অবস্থিত হোমিও চিকিৎসালেেয় নিয়ে যায়। এর পর হোমিও চিকিৎসক দেলোয়ার রোগীকে দেখার পর মা’কে বাজারে তেল আনতে পাঠিয়ে দেন। এর পর চিকিৎসক দেলোয়ার রোগী মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়।
এর পর ধর্ষণের স্বিকার মেয়েটির মা’ গত রবিবার বিকেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ওই দিন সন্ধ্যার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে থানা হাজতে নেন এবং পরদিন সোমবার সকালে ধর্ষণ চেষ্টার মামলার দায়ে তাকে নওগাঁ কোর্টে চালান করেন।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এর সাথে কথা হলে তিনি ধর্ষণ চেষ্টার মামলার সত্যতা স্বিকার করেন এবং যার মামলা নং৩৪৫ তারিখ ১৮/৬/২৩ বলে জানান।

দৈনিক দেশতথ্য// এইচ//