Print Date & Time : 28 August 2025 Thursday 11:00 pm

রোটারিয়ান জাহাঙ্গীর হোসেন এর মায়ের মৃত্যু

কুষ্টিয়া: জাতীয় পার্টি (জেপি) খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও রোটারিয়ান জাহাঙ্গীর হোসেন এর মমতাময়ী হাজ্বী আম্বিয়া খাতুন মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহে রাজেউন)।

বৃহস্পতিবার ভোরে আড়ুয়াপাড়া এলাকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর।

বাদ জোহর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে কুষ্টিয়ার পৌর গোরস্থানে দাফন করা হয়।

মৃত্যুর পর কুষ্টিয়া শহরের বনফুড গলি এলাকায় তার নিজ বাসভবনে ছুটে যান অনেকেই।

মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।