রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ৪০৪তম নিয়মিত সভা গত শনিবার সন্ধ্যায় খেয়া রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
সভায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী সভাপতি রোটাঃ কে এম রুয়াইম রাব্বি।
রোটারি প্রত্যয় পাঠ ও সার্জেন্ট-এট-আর্মস এর রিপোর্ট দেন রোটাঃ পিপি মোঃ ফখরুল আলম মিলন।
ক্লাবের সেক্রেটারি ও প্রেসিডেন্ট নমিনি রোটাঃ সাব্বির আল আনছারী তার রিপোর্ট দেন। বিদায়ী ও নবাগত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিদায়ী সভাপতি রোটাঃ কে এম রুয়াইম রাব্বি নবাগত সভাপতি রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনিকে প্রেসিডেন্ট কলার হস্তান্তর করেন।
দ্বিতীয় পর্বে সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনি। ট্রেজারার শাহিন উদ্দিন তার রিপোর্ট দেন। নবাগত রোটারিয়ান জুবায়েদ রেজাকে রোটাঃ পিপি মোঃ আকাম উদ্দীন এবং শাহিনুর রহমানকে রোটাঃ পিপি মোঃ ওবাইদুর রহমান রোটারি পিন পরিয়ে দেন। রোটাঃ পিপি ফরহাদ আলী খান ভোট অব থ্যাংকস দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন সভাপতি রোটাঃ আবু হাসান লিটন, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ জাহিদ চৌধুরী, রোটাঃ রাকিবুজ্জামান সেতু, রোটাঃ বিশ্বজিৎ সাহা সন্টু, রোটাঃ মোঃ রোকনুজ্জামান নান্টু, রোটাঃ প্রফেসর অজয় মৈত্র, রোটাঃ ডাঃ বিশ্বনাথ পাল, রোটাঃ গোপা সরকার, রোটাঃ আতাউর রহমান মিঠু প্রমুখ। এর আগে ক্লাবের ১০৬তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

Discussion about this post