রোটারি ক্লাব অব কুষ্টিয়া ও তার সহযোগী সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব কুষ্টিয়া ও ইন্টার্যাক্ট ক্লাব অব কুষ্টিয়া গতকাল বিশ্ব পোলিও দিবস পালন করেছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে রোটারি পরিবার তাদের স্বপ্ন পোলিও মুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস থেকে রোটারি ফিজিওথেরাপি সেন্টারে সমবেত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট আবু হাসান লিটন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি সৈয়দা হাবিবা, লেফটেন্যান্ট গভর্নর মোঃ ওবাইদুর রহমান, ডেপুটি গভর্নর ফরহাদ আলী খান, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফখরুল আলম মিলন, কুষ্টিয়া জোন সেক্রেটারি কাজী আলো, ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট অ্যাডঃ মোসাদ্দেক আলী মনি, সেক্রেটারি তুষার বাবু রতন, বরেন পোদ্দার, রোটার্যাক্ট ক্লাব অব কুষ্টিয়ার সভাপতি আশরাফুল হক আহাদ, মহিবুল ইসলাম বাধন প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য// অক্টোবর ২৪,২০২২//