Print Date & Time : 4 July 2025 Friday 1:52 pm

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার চিকিৎসা সহায়তা প্রদান

রোটারি ক্লাব অব কুষ্টিয়া এক দরিদ্র মাকে তার সন্তানের হার্টের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে।

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ফিজিওথেরাপি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আবু হাসান লিটন অসহায় রোগীর মাকে চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি সৈয়দা হাবিবা, লেফটেন্যান্ট গভর্নর মোঃ ওবাইদুর রহমান, ডেপুটি গভর্নর ফরহাদ আলী খান, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফখরুল আলম মিলন, প্রেসিডেন্ট ইলেক্ট অ্যাডঃ মোসাদ্দেক আলী মনি, সেক্রেটারি তুষার বাবু রতন, বরেন পোদ্দার প্রমুখ।

জা//দৈনিক দেশতথ্য// অক্টোবর ২৫, ২০২২//