রোটারি ক্লাব অব কুষ্টিয়া গতকাল রোটারি ফিজিওথেরাপি সেন্টারে দরিদ্র অসহায় মানুষকে এবং আদ-দ্বীন হাসপাতালে নবজাতক শিশু ও মায়েদের শীতবস্ত্র বিতরণ করেছে।
ক্লাবের ক্লাবের সভাপতি আবুল হাসান লিটন শীতবস্ত্র বিতরণ প্রকল্প উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি সৈয়দা হাবিবা, লেফটেন্যান্ট গভর্নর মোঃ ওবাইদুর রহমান, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফখরুল আলম মিলন, প্রাক্তন সভাপতি মোঃ আকাম উদ্দিন, প্রেসিডেন্ট নমিনি (২০২৪-২৫) কেএম রুয়াইম রাব্বি, সেক্রেটারি তুষার বাবু রতন, আদ-দ্বীন হাসপাতালের ম্যানেজার মোঃ রবিউল আউয়াল, মহব্বত হোসেন, সাব্বির আনসারী, রোটার্যাক্ট ক্লাব অব কুষ্টিয়ার সভাপতি আশরাফুল হক আহাদ প্রমুখ। এক বার্তায় ক্লাব সভাপতি আবুল হাসান লিটন জানান যে, আর্তমানবতার সেবায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Discussion about this post