কুষ্টিয়া প্রতিনিধি: রোটারি ক্লাব অব কুষ্টিয়ার উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার সকালে হাটশ হরিপুর ইউনিয়নের দি ওল্ড হাইস্কুল মাঠে মাসব্যাপী চলমান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাটশ হরিপুর ইউনিয়নের দি ওল্ড হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আশরাফুল হক উজ্জ্বল।
রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট আবু হাসান লিটন, সেক্রেটারি তুষার রতন, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ভাইস প্রেসিডেন্ট (একেএস) সৈয়দা হাবিবা, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার মেম্বার শিপ-চেয়ার আতাউর রহমান মিঠু, রোট্যারেক্ট মারিস, দৈনিক দেশের বাণী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এসএম জামালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, শিশুরাই প্রথম এবং আজকের শিশুদের জন্য আগামীতে বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। রোটারি ক্লাব অব কুষ্টিয়া তাদের সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে এ বছরের যে কর্মসূচী হাতে নিয়েছে তা বাস্তবায়ন করা গেলে দূষণমুক্ত পরিবেশ গঠনের ক্ষেত্রে বাংলাদেশ অনেকখানি এগিয়ে যাবে।
কর্মসূচীর অংশ হিসেবে রোটারি ক্লাব অব কুষ্টিয়ার পক্ষ থেকে একমাসে কয়েক হাজার বনজ,ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
দৈনিক দেশতথ্য//এল//