রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়রের ক্লাব ভিজিট সম্পন্ন হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) নগরের একটি অভিজাত হোটেলে ডিস্ট্রিক্ট গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর ইঞ্জি: মোঃ মতিউর রহমান।
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়র’র প্রেসিডেন্ট রোটাঃ মকসুদুর রহমান চৌধুরীর সভাপতি ও সেক্রেটারি রোটা: সালেহ আহমদ এর পরিচালনায় ক্লাব ভিজিট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এরিয়া এডভাইজার হানিফ মোহাম্মদ, এরিয়া ডিরেক্টর শামসুল হক দীপু,জোনাল কোর্ডিনেটর (সুরমা জোন)পিপি শাহিন আহমদ,পিয়াইন জোন কোর্ডিনেটর আমিরুল ইসলাম, জোনাল সেক্রেটারি পিপি হাসান কবির চৌধুরী, ডেপুটি গভর্নর পিপি ডাঃ আওলাদ হোসেন, এসিস্টেন্ট গভর্নর পিপি সাদ উদ্দিন।
উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব ক্বীনব্রিজের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম, হিলটাউন প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, সিলেট গ্রীন প্রেসিডেন্ট শান্তি রানী সিনহা, গ্রিনসিটি প্রেসিডেন্ট আলমগীর হোসেন, সিলেট সিটি প্রেসিডেন্ট এস এ শফি, জালালাবাদ প্রেসিডেন্ট আব্দুল বাছিত।
এর আগে গভর্নর দক্ষিণ সুরমার দক্ষিণ বলদীর জান্নাতুল মাওয়া ইসলামিক একাডেমি ও পল্লী মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাবের একটি প্রজেক্ট বাস্তবায়ন অনুষ্ঠানে যোগদান করেন। রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়রের উদ্যোগে মাদরাসায় তিনটি ফ্যান,পানি ফিল্টার ও শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, খাতা কলমসহ শিক্ষা উপকরন এবং পল্লী মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ও শিক্ষা উপকরন
বিতরণ করেন। এসময় গভর্নর ইন্জিঃ মতিউর রহমান, রোটারী ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দসহ পাইওনিয়র ক্লাবের সদস্যবৃন্দ এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Discussion about this post