Print Date & Time : 30 July 2025 Wednesday 7:18 am

রোডমার্স সফল করতে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ সফল করার লক্ষ্যে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল ও শাহীন জোয়ার্দার এর পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখছেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ বাবু, কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান টিপু, শহর শাখার আহ্বায়ক আব্দুর রওফ রুবেল, সদস্য সচিব ইমতিয়াজ দিবস, খোকসা উপজেলা শাখার আহ্বায়ক রফিউর ইসলাম স্বপন, খোকসা পৌর শাখার আহ্বায়ক হাসেম আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব বাবন শেখ, কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, কুমারখালী পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনি, ভেড়ামারা উপজেলা শাখার আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, দৌলতপুর উপজেলা শাখার সদস্য সচিব আসাদুল হক আসাদ।

নেতৃবৃন্দ বলেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল দল। আমাদের অনেক দায়িত্ব। ২৬ সেপ্টেম্বরে খুলনা বিভাগীয় রোডমার্চ কর্মসূচি সফল করতে আমরা সকলেই ঐক্যবদ্ধ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শফি মির্জা, খন্দকার সামসুল আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক বকুল আলী, আব্দুস সালাম, রেজা আহমেদ, প্রচার সম্পাদক সাগর আলী, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, ক্রীড়া সম্পাদক রাশিদুল ইসলাম চমন, সহ-দপ্তর সম্পাদক হাসনাত সাব্বির অনিক, স্থানীয় বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন জীবন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম প্রমুখ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৩ সেপ্টেম্বর ২০২৩