কুড়িগ্রামের রৌমারীতে শীতবস্ত্রসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল সকালে স্থানীয় ছায়া সংস্থার নিজস্ব অর্থায়নে সংস্থাটির কার্যালয় কর্তিমারী থেকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হত-দরিদ্রের মাঝে ২ শত কম্বল, ১০টি নলকুপ, ৬টি স্যানেটারী ল্যাট্রিন, ৫টি সেলাই মেশিন ও ২০জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ছায়া সংস্থার নিবার্হী পরিচালক বেলাল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ডিরেক্টর অপারেশন মামুনুর রশিদ, যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী, যাদুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল, শাহাদৎ হোসেন ও সাবেক ইউপি সদস্য হযরতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post