Print Date & Time : 8 May 2025 Thursday 11:53 pm

রৌমারীর ব্রহ্মপুত্র নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের শাখা নদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রৌমারী উপজেলার ফনার চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে গতকাল দুপুরে নদীতে গোসল করতে গিয়ে এ নিখোঁজের ঘটনা ঘটে।

মৃত শাহা আলম (১৮) গাজীপুরের সখিপুর এলাকার রহমত আলীর ছেলে। শাহা আলম ও তার মামাতো ভাই সজিবসহ নানা বাড়ি রৌমারীর খনার চর পশ্চিম পাড়ায় বেড়াতে আসে।

স্থানীয়রা জানান, মৃত শাহা আলম ও তার মামাতো ভাই গতকাল বাড়ির পাশে হলহলিয়া নদীতে গোসল করতে যায়। পরে দুজন নদীতে ডুবে গেলে সজিবকে জীবিত উদ্ধার করা গেলেও শাহা আলমকে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে রৌমারী ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আজ সোমবার বিকেলে শাহ আলমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

রৌমারী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গতকাল থেকে নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করে আজ মরদেহ উদ্ধার করতে পেরেছি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।