Print Date & Time : 21 May 2025 Wednesday 11:55 am

রৌমারী সীমান্তে ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রৌমারীতে ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) গভীর রাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শামছুল হক।

জামালপুর -৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ‌্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে গয়টাপাড়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় গয়টাপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।