ইরফান উল্লাহ, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বাবস্থায় র্যাগিং পরিহারের জন্য বলা হচ্ছে।
কারণ র্যাগিং একটি মানসিক রোগ ও শাস্তিযোগ্য অপরাধ। র্যাগিং এ কোনো শিক্ষার্থীর ন্যূনতম সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
অভিযুক্ত শিক্ষার্থীর র্যাগিং এ সম্পৃক্ততা বিবেচনায় বিভিন্ন মেয়াদে অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হল হতে সাময়িক বা স্থায়ী বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর হাতে সোপর্দ করা হবে।
বিজ্ঞপ্তিতে, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরকে এ বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়।
এছাড়া ক্যাম্পাসের আবাসিক হল ও অ্যাকাডেমিক ভবনগুলোর সামনে বিভিন্ন স্থানে র্যাগিং বিরোধী ব্যানার টানানো হয়েছে এবং শিক্ষার্থীদের সচেতন করতে ও বিশ্ববিদ্যালয়কে র্যাগিংমুক্ত রাখতে মাইকিংয়ের মাধ্যমে র্যাগিং-বিরোধী প্রচার-প্রচারণা চালিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “র্যাগিং বিরোধী প্রচারে আমরা বেশ কিছু কাজ হাতে নিয়েছি। ইতোমধ্যে কিছু কাজ শুরু হয়েছে। র্যাগিং এর সাথে জড়িতদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।”