Print Date & Time : 10 May 2025 Saturday 5:52 pm

র‌্যাবের অভিযানে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার

গত ২৮ আগষ্ট ২০২২ তারিখ ঢাকার সাভার এলাকা হতে স্কুল ছাত্র মোঃ মাসুম মোল্লা রিপন(১২), পিতা-মোঃ কুদ্দুছ মোল্লা, সাং-দক্ষিন কাটপট্টি আলিয়া মাদ্রাসা সংলগ্ন, থানা-সাভার, জেলা-ঢাকা নিখোঁজ হয়।  নিখোঁজের পর স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে ঢাকা জেলার সাভার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যাহার মামলা নং-১০৫, তারিখ ২৯-০৮-২০২২খ্রিঃ, ধারাঃ-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, (সংশোধনী/২০০৩) এর ৭।

অপহরণকারী মোঃ গোলাম আজম(৪৫), পিতা-মৃত এসএম গোলাম সরোয়ার, সাং-দেবনগর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া অপহৃত স্কুল ছাত্রের বাবার মোবাইল ফোনে ফোন করে তিন লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। এরপর র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ভিকটিম উদ্ধারের জন্য ব্যাপক অভিযান শুরু হয়।

এরই ধারাবাহিকতায় ৩১ আগষ্ট ২০২২ তারিখ সকাল ১০:৩০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন চড়াইকোল এলাকা হতে অপহরণকারী আসামী মোঃ গোলাম আজমকে গ্রেফতার করে এবং জিম্মায় থাকা অপহৃত স্কুল ছাত্র মোঃ মাসুম মোল্লা রিপনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত স্কুল ছাত্র এবং গ্রেফতারকৃত আসামীকে ঢাকা জেলার সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ৩১,২০২২//