Print Date & Time : 10 May 2025 Saturday 2:16 am

র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর রুবেল হত্যার রহস্য উদঘাটন

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাড়ী চালক রুবেলকে হত্যার সাথে জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০২ নভেম্বর) ঢাকার গাজীপুর জেলা থেকে তাদেরকে আটক করে র‌্যাব। আটকৃতরা হলো, খুলনার তেরখাদা উপজেলার হুসাইন ইমাম ও গোপালগঞ্জের এস এম ফেরদাউস।

জানা গেছে এই দুস্কৃতিকারাী চক্র দেশের বিভিন্নস্থানে নানাবিধ অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে অর্থ উপার্জন করে আসছিলো। তারা বিভিন্ন স্থানে ভ্রমনের উদ্দেশ্যে যায়। ফিরে আসার সময় গাড়ী ভাড়া করে পূর্বপরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যায়। এরপর গাড়ীর চালককে মারধরসহ হত্যা করে গাড়ী ছিনিয়ে নিয়ে পালিয়ে গিয়ে অন্যত্র বিক্রয় করে। এমনি একটি ক্লুলেস ও লোমহর্ষক হত্যাকান্ড সংঘটিত হয় গোপালগঞ্জের মুকসুদপুরে।

এরপর ওই ব্যাপারে মুকসুদপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনা পর থেকেই র‌্যাবের তথ্য-উপাত্ত সংগ্রহ ও ছায়াতদন্ত চলমান ছিলো। র‌্যাবের তথ্যপ্রযুক্তি, গোয়েন্দাবৃত্তির মাধ্যমে এই হত্যাকান্ডটির রহস্য উন্মোচন করা হয়।এরই ধারাবাহিকতায় ২ নভেম্বর রাতে গাজীপুর হতে এ ঘটনার মূলহোতা হুসাইন ইমাম ও এস. এম ফেরদাউস গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গাড়ির চালক রুবেল হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। আসামীরা অস্ত্র, দস্যুতা ও প্রতারণাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়ায় জেলখানায় তাদের পরিচয় হয়। সেখানে থেকেই গাড়ি ছিনতায়ের পরিকল্পনা করে।

আসামীরা ঘটনার কয়েকদিন পূর্বে গাজীপুরের একটি হোটেলে বসে পরিকল্পনা চুড়ান্ত করে। ১৫ অক্টোবর তারা কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে চেতনানাশক ঔষধসহ একটি সিরিঞ্জ ক্রয় করে। তারা কুয়াকাটায় ভ্রমন শেষে ছিনতাইয়ের উদ্দেশ্যে নতুন ও ব্যয়বহুল গাড়ীর সন্ধান করতে শুরু করে।

দুষ্কৃতিকারী চক্রটি রুবেলের নতুন মডেলের ব্যয়বহুল প্রাইভেট কার ভাড়া করে ১৬ অক্টোবর রাত ৯ টার দিকে কুয়াকাটা হতে গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে চালকের সঙ্গে গাড়ীর মালিক ও ট্রাকিং ডিভাইসটির তথ্য সংগ্রহ করে।

গাড়ীটি কাশিয়ানী পৌঁছালে তারা চালকের সংঙ্গে ঝগড়া শুরু করে। একপর্যায়ে গাড়ীটি থামিয়ে কৌশলে চালকের দেহে চেতনানাশক প্রয়োগ করে। চালক দুর্বল হয়ে পড়লে তাকে মারধর করে হাত-পা স্কসটেপ দিয়ে বেঁধে মুখমন্ডলে স্কসটেপ পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে।

পরবর্তীতে গোপালগঞ্জের মুকসুদপুরের একটি নির্জন এলাকায় চালকের লাশটি ফেলে
দিয়ে তারা গাড়ীটি নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে পালিয়ে যায়। সর্বশেষ এ ঘটনায় জড়িত থাকার দায়ে র‌্যাব ওই দু’জনকে আটক করেছে।

জা// দৈনিক দেশতথ্য// 3 নভেম্বর, ২০২২//