মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ দেশীয় অস্ত্রসহ বোরহান (২৮) নামে একজন ব্যাক্তিকে আটক করেছে র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরের দিকে র্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার ১৪ নভেম্বর দুপুর ২টার দিকে বাঁশখালি থানাধীন পশ্চিম পালেগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব ৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার বাঁশখালি থানাধীন পশ্চিম পালেগ্রাম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় প্রযুক্তিতে তৈরী ০১টি ওয়ান শুটারগান এবং ০২ টি কার্তুজ উদ্ধারসহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ বোরহান (২৮), পিতা-জাফর আহমদ, সাং-পালেগ্রাম, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post