গত ৩০ মে র্যাব-১২, সিপিসি মেহেরপুর ক্যাম্প মেহেরপুর জেলার গাংনী থানার হাড়াভাঙ্গা বাগানপাড়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ওই অভিযান পরিচালনার সময় আবু সাঈদ @ সুইট (৩০)কে গ্রেফতারের সময় মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্য এসআই উত্তম কুমার রায়’কে গুরুতরভাবে রক্তাক্ত জখম করে।
এই ঘটনার প্রেক্ষিতে র্যাব বাদী হয়ে মেহেরপুর জেলার গাংনী থানায় ০২টি মামলা করে। মামলা নং-৩৬ ও ৩৭ তারিখঃ ৩১ মে ২০২৩। ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ও ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৩৪ পেনাল কোড ১৮৬০।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ও র্যাব-১২, সিপিসি মেহেরপুর ক্যাম্পের যৌথ অভিযানিক দল ৯ জুন দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার মাঠপাড়া গোবিন্দপুর গ্রামে একটি অভিযান পরিচালনা করে। সেখান থেকে ওই মামলার এজাহারভুক্ত ৪নং আসামি মোঃ মন্টু @ ভুট্টো মন্ডল (৩২), পিতা-মোঃ রুহুল আমিন মন্ডল, সাং-হাড়াভাঙ্গা (সেন্টারপাড়া), থানা-গাংনী, জেলা-মেহেরপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়৷
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৯,২০২৩//

Discussion about this post