গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব ১২ এর সদর কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ২৮ মে রাত আড়াইটার সময় অভিযান চালিয়েছে। এসময় তারা নাটোর-ঢাকা মহাসড়কের ফুড ভিলেজ নামক হোটেলের সামনে থেকে দুইশত গ্রাম হোরোইনসহ এক মাদক কারবারীকে আটক করে। তার নিকট থেকে ২ টি মোবাইল এবং ১,০২০/-টাকা জব্দ করেছে। আটক ব্যাকির নাম শ্রী নিমাই সিং (৪৪), পিতা- শ্রী গোবিন্দ সিং, সাং- আই হাই, ডাকঘর-পানিহার, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।
২৭ মে রাত ৯.০৫ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার ধোপাকান্দি ব্রিজ সংলগ্ন নিউ লাম মিম হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে ১,৩৭০ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে। তার নিকট থেকে ২ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ মোস্তফা কামাল রুবেল (৪৮), পিতা- মৃত নূর মোহাম্মদ, সাং- পূর্ব নয়ানপুর, থানা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২৮,২০২২//

Discussion about this post