Print Date & Time : 1 August 2025 Friday 9:31 pm

র.ন.লা  সঙ্গীতাঞ্জলী কুষ্টিয়া’র কমিটি পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: “সুস্থ ধারার সাংস্কৃতি আলোকিত মানুষ হওয়ার পথ দেখায়”  এই স্লোগানকে সামনে নিয়ে র.ন.লা  সঙ্গীতাঞ্জলী কুষ্টিয়া’র নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১মার্চ) বিকাল ৪ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির (৩য়) তলায় কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা ও কমিটির পরিচিতি সভা হয়েছে। 

বক্তারা বলেন, ধর্মের নামে হিংসা, বিকৃত ব্যবহার, আঞ্চলিকতাবাদ এবং জাতিগত বিদ্বেষ ও সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে আধুনিক সভ্যতা ও জনজীবন বিপন্ন করে তুলেছে কতিপয় মানুষ। এই পরিস্থিতিতে শান্তিময় পৃথিবীর জন্য চিন্তাবিদ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, শিল্প, সাহিত্যিক, সাংবাদিক, এককথায় পেশাজীবীদের ভূমিকা অনস্বীকার্য। মূলত সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য আমরা সংগঠন করেছি। 

নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রণব বিশ্বাস শিতু। 

অনুষ্ঠানে র.ন.লা  সঙ্গীতাঞ্জলী কুষ্টিয়ার সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিশিত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আকাশ চক্রবর্তী, মহিলা সম্পাদিকা তুলিকা বিশ্বাস, সাহিত্য ও  সাংস্কৃতিক সম্পাদিকা শ্যামলী রানী কুড়ি, উপদেষ্টা পরিষদের অশোক ভট্টাচার্য । 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, মেঘা জোয়ারর্দার।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ মার্চ ২০২৪