লক্ষ্মীপুর-১রামগঞ্জ আসনে ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে রামগঞ্জ আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টি ও স্বতন্ত্রসহ দলের সর্বমোট ০৬জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
প্রার্থীরা হলেন- লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খান (নৌকা), লক্ষ্মীপুর জাতীয় পার্টি র সভাপতি মাহামুদুর রহমান (লাঙ্গল) , বাংলাদেশ ইসলামী ফ্রন্টের লক্ষ্মীপুর জেলার সিনিয়র সহ সভাপতি নিয়াজ মাখদুম ফারুকী (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির মোশাররফ হোসেন (আম), সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান (কেটলি), কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) লড়ছেন।
স্থানীয়দের তথ্যমতে এ আসনটিতে আনোয়ার হোসেন খানের সঙ্গে মূল প্রতিদ্বন্ধিতা করবেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।
ড. আনোয়ার হোসেন খান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, সুশাসন ও সেবার ওপর আস্থা রেখে এই নির্বাচনেও জনগণ নৌকাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন। এসময় নিজের জয়ের ব্যাপারের শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post