তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : সাগরের লঘুচাপের কারণে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুদিন ধরে ঝরছে টানা বৃষ্টি। এই কারণে ঘরবন্দী হয়ে পড়েছে মানুষ। বাইরে যেতে না পারায় চরম দূর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো।
গত মঙ্গলবার রাত থেকে ঝরছে মৌসুমের মুষলধারা। ঘর থেকে বের হওয়ার সুযোগ না থাকায় কর্মহীন হয়ে পড়েছে দিন মজুর, পাথর শ্রমিক, ভ্যান-রিক্সা চালক থেকে অনেক পেশাজীবিরা। আর এ বৃষ্টিতে ফসল, আমন বীজতলা নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছে কৃষকরাও। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুষলধারে বৃষ্টিতে জনসাধারণকে ঘর বন্দি থাকতে দেখা গেছে। প্রয়োজনের তাগিদে বৃষ্টি উপেক্ষা করে প্রয়োজনীয় কাজ সারতে বের হয়েছেন অনেকেই। বৃষ্টিতে ভিজে ভিজে অনেককেই হাটবাজার, অফিস আদালতে যেতে দেখা গেছে।
ভ্যান চালক খলিলুর রহমান, আব্দুর রহিমসহ কয়েকজন জানান, দুদিন ধরে দিনভর বৃষ্টিতে ভ্যান চালাতে পারছি না। ঘর থেকে কেউ বের না হওয়ায় প্যাসেঞ্জার নাই, কামাইও নাই। আরশেদ আলী, করিমসহ কয়েকজন পাথর শ্রমিক জানান, ভাই বৃষ্টির জন্য পাথর তুলতে পারছি না। পাথর তুলে চলে জীবিকা, সেটা বন্ধ হয়ে গেছে। বৃষ্টির জন্য পাথর সাইটে কাজ করতে পারছেন না বলে জানালেন সালেহা, আনোয়ারা নামের কয়েকজন নারী পাথর শ্রমিক। তারাও কাজ ছাড়া ঘরে বেকার হয়ে দূর্ভোগ পোহাচ্ছেন বলে জানান।
এদিকে মৌসুমী বৃষ্টি ও আবহাওয়ায় নিয়ে আসছে শীতের আগমনী বার্তা। আশ্বিনের শেষ হয়ে কার্তিকের বৃষ্টিপাতের কারণে দিনভর উত্তরের হিমালয় থেকে কিছুটা ঠান্ডা বাতাস বয়ে নিচ্ছে শীতের আবহ। হেমন্তের আবহাওয়ায় মিলছে শীতের আমেজ। চলতি মাসের শেষ সপ্তাহ কিংবা আগামী নভেম্বরের শুরুতে এ অঞ্চলে শীত নামতে পারে এমনই জানিয়েছেন আবহাওয়া অফিস।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বর্তমানে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগরের উপরে জমে থাকা মেঘ দেশের উত্তরবঙ্গে ছড়িয়ে পড়ায় বৃষ্টি হচ্ছে। গত ৪৮ ঘন্টায় বুধবার সকালে তেঁতুলিয়ায় ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়ছে। এর আগে গতকাল মঙ্গলবার ৫৫ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে তিনি জানান।
এসকে দোয়েল/দৈনিক দেশতথ্য/ ২০অক্টোবর/২০২১