Print Date & Time : 19 July 2025 Saturday 11:22 pm

লভ্যাংশ পেলেন ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডাররা


পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্সের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিদবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিদবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

জা//দেশতথ্য/২৬-০৫-২০২২//০৪.৫৬ পি এম