গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে আটটায় পৌর শহরের রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রহমতপুর জীন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা খালের মধ্যে ময়লা ফেলতে গিয়ে লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। ওই নারীর শরীরে লাল এবং খয়রী রংয়ের মেক্সি পরিহিত ছিলো। তার মুখ মন্ডল এবং শরীরের বিভিন্ন স্থান পোকায় খেয়ে ফেলায় পরিচয় শনাক্ত করা যাচ্ছেনা। ওই খালে জোয়ার ভাটার পানি প্রবাহমান না থাকায় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে তার মরদেহ ফেলে রেখে গেছে বলে স্থানীয়দের ধারনা।
কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Discussion about this post