গোলাপ মাহমুদ সৌরভ
লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক
হাজিদের স্লোগানে মুখরিত,
মিনার,মুযদালিফায়, আরাফাতে
লাখো হাজীরা একত্রিত।
তওয়াফ করে কা’বার চারপাশে
দোয়া দুরুদ পাঠ করে,
মহান প্রভুর নৈকট্য লাভের আশায়
দুহাত তুলে মোনাজাত ধরে।
সাফা-মারওয়া হাজীদের স্লোগান
তৃষ্ণা জুড়ায় জমজমের পানি,
হাজারো বছরের স্মৃতি হয়ে আছে
সাফা-মারওয়া পাহাড় খানি।
শুনতে পাও হে কা’বার মালিক
গুনাগার বান্দার আর্জি,
জীবনের পাপ মাফ করে দাও
তোমার যেন হয় মর্জি।
দূরদূরান্ত থেকে এসেছি মোরা
হাজির হয়েছি তোমার ঘরে,
দু-চোখে দেখেছি স্বপ্নের কাবা
শান্তি দিয়েছ মোদের অন্তরে।
==বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
সৌদি আরব মক্কা