Print Date & Time : 20 April 2025 Sunday 9:16 am

লালন শাহ মাজার পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই- আজম

এসএম জামাল, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এর মাজার পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই- আজম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিনি সেখানে উপস্থিত হন এবং মাজারের আশেপাশে ঘুরে ঘুরে দেখেন পরে লালন মিউজিয়াম পরিদর্শন করেন।
এছাড়াও শিলাইদহের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহেরকুঠিবাড়িসহ সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন তিনি।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কিংবদন্তি লালন ফকিরের মাজার ও সঙ্গীত অসংখ্য বাউলকে অনুপ্রেরণা যোগায়
এবং যারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে উপস্থাপন করে।