Print Date & Time : 12 May 2025 Monday 12:33 pm

লালমনিরহাটে আমন ধান ও চাল সংগ্রহ শুরু

সুদীপ্ত শাহীন, লালমনিরহাট,:
লালমনিরহাট সদর উপজেলা এলএসডি’র আয়োজনে বোরো আমন মৌসুমে ৪ হাজর ৭ শত মেঃটন ধান ও ৬ হাজার ৩৫ মেঃটন চাল ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। সরাসরি কৃষকের কাছে ধান ও মিলারদের কাছ হতে চাল সংগ্রহ করা হবে।
ধান ও চাল সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, ধান ও চাল সংগ্রহ অভিযানে কোন অনিয়ম, দূর্নীতি ও স্বজনপ্রীতি মেনে নেয়া হবে না। কোন কৃষককে বা ব্যবসায়ীকে কেউ হয়রানি করলে জেলা প্রশাসন কে তথ্য দিয়ে সহায়তার দাবি জানান।
লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম জানান, মিটার পাশ ধান ও চাল ক্রয় করা হবে। কৃষকের কাছ হতেসরকারি নিয়ম মেনে ধান ও চাল ক্রয় করা হচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্নীতি জিরো টলারেন্স নীত গ্রহন করেছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//