Print Date & Time : 15 July 2025 Tuesday 5:23 am

লালমনিরহাটে আ. লীগের সাথে বিএনপি-জামাতের সমঝোতা !

ভোটের মাঠের রাজনীতিতে লালমনিরহাটে আওয়ামীলীগ বিএনপির মধ্যে সমঝোতা হয়েছে। যার ফলে শহরে বিনা বাঁধায় বিএনপির নেতা কর্মীরা লাঠি হাতে ঝটিকা মিছিল করার সাহস দেখিয়েছে। যদিও এ বিষয়ে বিএনপি আওয়ামীলীগের কোন পক্ষ হতে কোন বক্তব্য পাওয়া যায়নি।

আওয়ামীলীগ ও বিএনপির নির্ভযোগ্য সূত্র জানায়, ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচনে বিএনপি জামাত লালমনিরহাটের সংসদীয় তিনটি আসনের কোনটিতে তেমন জোরালো বাঁধা দিবেন না। কারন তারা নিশ্চিত লালমনিরহাট জেলায় ভোটদানে বাঁধা দিলে বা না দিলেও সরকার গঠন করবে আওয়ামীলীগ।

বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হত্যাসহ নানা ধরনের একাধিক মামলায় জর্জরিত হয়ে গেছে নেতা কর্মীরা। ৭ জানুয়ারির পর আওয়ামীলীগ ক্ষমতায় গিয়ে যাতে বিএনপি- জামাতের নেতা কর্মীদের নামে দায়ের করা মামলা গুলো হতে অব্যহ্তি পায়। আওয়ামীলীগের স্থানীয় নেতারাও এমনি আশ্বস্ত করেছেন বিএনপি ও জামাত নেতাদের।

সে কারণে এবারে উল্টো হতে যাচ্ছে এই জেলায় বিএনপি ও জামাতের নেতা কর্মীরা ভোট দিতে ভোট কেন্দ্র যাবে। তারা নৌকা মার্কায় ভোট দিবেন বলে গোপন আতাঁত করেছেন। লালমনিরহাট জেলা ও কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত ডেইলি ষ্টার পত্রিকার সিনিয়র সাংবাদিক এস দিলীপ রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, তার কাছে গোপন খবর আছে যে, এই নির্বাচনে লালমনিরহাটে বিএনপি ও জামাত গোপন আতাঁত করেছে আওয়ামীলীগের সাথে। তারা নৌকায় মার্কায় ভোট দিবে। বিনিময়ে বিএনপি ও জামাত নেতা কর্মীদের বিরুদ্ধে সকল মামলা হতে জামিন চায় ও দায় মুক্তি চায়।

এই সমঝোতার কারণে বিএনপি শহরে লাঠি মিছিল করার সাহস দেখিয়েছেন। ভোট শান্তিপূর্ণ হবে। জেলায় কোথাও ভোটকেন্দ্র বিএনপি জামাত কোন বাঁধা দিবে না।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ০৬,২০২৪//