Print Date & Time : 22 April 2025 Tuesday 8:05 am

লালমনিরহাটে গর্তে পড়ে শিশু মৃত্যু

সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: তিস্তা নদী ভূগর্ভস্থ বালু অবৈধভাবে তোলায় সৃষ্টি হয় গভীর গর্তের । সেই গর্তে পড়ে ফাহিম (৪ বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আজ শনিবার তিস্তা পাড়ের গ্রামটিতে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
এ শিশুটি মৃত্যু নিয়ে শনিবার আদিতমারী থানায় মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকেলে জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা এলাকার মঞ্জু কসাইয়ের পুত্র নিখোঁজ হয়। পরে সন্ধ্যায় তিস্তা নদীর অবৈধভাবে ভূগর্ভস্থ বালু তোলার গভীর গর্তে শিশুটির মরদেহ ভেসে উঠে।

পরে ফায়ার সার্ভিসের রংপুর হতে ডুবরি এসে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনার পর হতে গ্রামটিতে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। হয়েছে। শনিবার সকালে তিস্তা পাড়ে গ্রামবাসী অবৈধ বালু উত্তোলনকারী এপিএস ও এপিএসের স্বজনদের দৃষ্টান্ত শাস্তি দাবি করে বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ গ্রামবাসী অবৈধ বালু উত্তোলনের জায়গায় হাজার হাজার মানুষ গণ জমায়েত হয়ে বালু উত্তোলন ও শিশুটির মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানায়।
মহিষখোচা কলেজের সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম জানান, কয়েক মাস ধরে সারা রাতে তিস্তা নদীর এই জায়গায় অবৈধ মেশিন বসিয়ে ভূ গর্ভস্থ বালু উত্তোলন করায় এই গভীর খাদের সৃষ্টি হয়েছে। এখানে অবৈধবালু উত্তোলন নিয়ে পত্রপত্রিকা, টিভিতে সংবাদ প্রচার হয়েছিল। তবুও অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় কৃষক রহিম জানান, সমাজকল্যাণ মন্ত্রীর এপিএস মিজানুর রহমান ও তার পরিবারের লোকজন এই বালু উত্তোলন করে শতকোটি টাকার অবৈধ সম্পদ করেছে। তার অপকর্মের কুফল গ্রামবাসী ভোগ করছে।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান, এই ঘটনায় থানা ১টি ইউডি মামলা দায়ের হয়েছে। মন্ত্রীর এপিএস ও তার স্বজনরা এই অবৈধ বালু উত্তোলনে জড়িতর বিষয় সম্পর্কে বলেন, ইউএনও স্যারের সাথে আলোচনা করে বালু উত্তোলন বন্ধ যৌথ অভিযান চালাব।

আদিতমারী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তারা খোঁজাখুঁজি করে না পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডেকে শিশুর মরদেহ উদ্ধার করে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//