সুদীপ্ত শাহীন , লালমনিরহাট:
ধরলা নদী শেখ হাসিনা দ্বিতীয় সেতু পাড়ের কদম তলায় অবৈধ বালুভর্তি ট্রাক্টরের পৃষ্ঠ হয়ে ৫ বছরের শিশু মিরাজ মারা গেছে।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকাল ৫ টায়। নিহত শিশু মিরাজ কদমতলার হাফিজুরের পুত্র।
জানা গেছে, জেলা সদরের কুলাঘাট ইউনিয়নের ধরলা নদীর চরের ভূগর্ভস্থ বালু অবৈধ ভাবে উত্তোলন করছে এক চক্র। এই অবৈধ বালুর ট্টাক্টরে পৃষ্ঠ হয়ে শিশু মিরাজ (৫) মারা যায়।
ফুলবাড়ি থানা পুলিশ ঘাতক ট্টাক্টরটি আটক করেছে। চরটির সাতে জেলা সদরে কুলাঘাটের যোগাযোগ ভাল। তবে চরটি ফুলবাড়ি থানায় পড়েছে বলে সদর থানার ওসি এরশাদুল আলম জানান। এ ঘটনায় ফুলবাড়ি থানায় মামলা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//