Print Date & Time : 23 April 2025 Wednesday 8:08 pm

লালমনিরহাটে দুই দলের সংঘর্ষ, আহত ৩

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে:
জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্ল্যারহাট বাজারে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে যুবদলের দুই নেতা আহত হয়েছেন।

গত ১৬ নভেম্বর শনিবার বিকালে উক্ত ঘটনায় আহতরা হলেন- ভোটমারী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজির হোসেন এবং সাধারণ সম্পাদক মিঠুন বাবু , অন্য জনের নাম জানা যায়নি।

এ ঘটনায় রাতভর উত্তেজনা বিরাজ করে। দলীয় কোন্দল শেষ পর্যন্ত প্রত্যন্ত গ্রামের ছড়িয়ে পড়ায় নেতা কর্মীরা হতাশ হয়ে পড়েছে।
স্থানীয় কর্মী সোলাইমান আলী (৪৫) জানান, গত ১৩ নভেম্বর দলীয় কর্মসূচি ছিল ভুল্ল্যারহাট বাজারে । সেখানে কে আগে বক্তব্য দিবে এই নিয়ে বচসা ছিল। এখানে আগে হতে বিএনপির দুইটি গ্রুপ সক্রিয় কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম গ্রুপ ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জিন্নুন মিশরী গ্রুপ। দুই গ্রুপেই এলাকায় তাদের আধিপত্য ধরে রাখতে মরিয়া। পূর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে ওই দুই গ্রুপের কর্মীদের মধ্যে মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের ৩০-৩৫ জন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাজির হোসেন এবং মিঠুন বাবু আহতসহ ৩জন আহত হন। পরবর্তীতে স্থানীয় বাজারের জনতা দুই গ্রুপকে শান্ত করে। ঘটনাস্থলে পরে কালীগঞ্জ থানা পুলিশ গিয়ে ছিল। দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় রাতভর গ্রামটিতে নানা আতংক বিরাজ করছিল।

এদিকে একটি সূত্র বলছে আওয়ামীলীগের শাসন আমলে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি এখানে বিএনপির একটি গ্রুপকে লালন -পালন করেছিল। মাদকসহ নানা অপকর্ম সেই গ্রুপটি দিয়ে নিয়ন্ত্রণ করতেন। তারই এখন প্রকাশ্য বিএনপি হয়ে ফিরে আসছে। স্থানীয় একটি রাস্তার ঠিকাদারী কাজ নিয়ে এই দ্বন্দ। অন্য একটি গ্রুপ বলছে সেচ্ছসেবক দলের কমিটি গঠন নিয়ে দ্বন্দের জেরে এই সংঘর্ষ।
কালীগঞ্জ থানার ওসি এরশাদ জানান, লোকমুখে শুনেছি। জানমালের নিরাপত্তায় পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করেছে কিন্তু কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। শুনেছি তিন জন আহত হয়েছে।