সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: জেলার হাতীবান্ধা দৈইখাওয়া বাজারে আজ শনিবার সকাল ১১ টায় জামাতি ইসলামির নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বিক্ষোভ মিছিল হতে পুলিশের উপর আক্রমন চালায়। এ সময় প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা নিরাপদ আশ্রয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে আশ্রয় নেয়। পরে হাতীবান্ধা থানা পুলিশের সহায়তা চাইলে অতিরিক্ত পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ সময় ৩ জন জামাত, শিবিরের নেতা কর্মী পুলিশের হাতে আটক হয়েছে বলে জামাত শিবির দাবি করেছে। তবে পুলিশ এ বিষয়ে কোন তথ্য দেয়নি। পুলিশ পরে বিষয়টি মিডিয়ার সামনে ব্রিফ করবে বলে জানান।
এর আগে সকাল হতে দৈইখাওয়া বাজারে পাশে আদর্শ কলেজ মাঠে বিক্ষোভকারীরা এসে সমবেত হয়। তারা অটো, ভ্যান, বাইসাইকেল, মোটরসাইকেল চেপে দৈইখাওয়া বাজারে আসতে থাকে। তারা সংখ্যায় প্রায় কয়েকশত জন হয়। এই সময় বিনা উস্কানিতে দৈইখাওয়া বাজারে থাকা পুলিশ সদস্যের ওপর হামলা করতে যায়। তাদের কয়েকজন এই বিক্ষোভ মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে প্রচার করেছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, বিক্ষোভকারীদের যত্রভঙ্গ করে দেয়া হয়েছে। পুলিশ সদসদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন দেখছে।
দৈনিক দেশতথ্য/এসএইচ//

Discussion about this post