Print Date & Time : 10 May 2025 Saturday 6:13 pm

লালমনিরহাটে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা

সুদীপ্ত শাহীন, লালমনিরহাট ।।লালমনিরহাটে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক আব্দুল বারেককে (২৫)মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করে।

অভিযুক্ত হাজী রিয়াজুল (৫৫)জামিনে মুক্ত হয়ে প্রতিপক্ষ কুপিয়ে হত্যার চেষ্টা করে। এই ঘটনায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।  মঙ্গলবার রাতে দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। এক মন্ত্রী পুত্র পুলিশকে প্রভাবিত করার অভিযোগ তুলেছে প্রবাসীর স্ত্রী। এদিকে এই ঘটনায় উভয় পক্ষ হামলা পাল্টা হামলায় এলাকায় উত্তেজানা বিরাজ করছে। সব ইস্যুতেই রাজনীতি টেনে এনে ফায়দা লুটতে চেস্টা চালাচ্ছে একটি চক্র।

জেলার  কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম গ্রামের  আব্দুল বারেক (২৫) নামের এক যুবককে রশি দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় লোহার রড দিয়ে গভীর রাত পর্যন্ত  পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে গ্রামবাসির সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতারে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতনের শিকার ডুবকের বিরুদ্ধে প্রবাসী প্রতিবেশী স্ত্রীর সাথে পরকিয়ার অভিযোগ।

যুবককে নির্যাতনের ঘটনায় পুলিশ মামলা গ্রহন করে। আাসামিরা হলেন মৃত নছদ্দির তিন ছেলে আসাদুল(৪২), রিয়াজুল(৫৫),মজিবর(৪৭)। এছাড়াও মজিবরের পুছেলে শরিফুল(১৮), শহিদুল (২০) ও আসাদুলের ছেলে সাইদুলকে (৩২)আসামী করা হয়।  সকলেই উত্তর ঘনশ্যাম গ্রামের বাসিন্দা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম গোলাম রসুল জানান, পরকিয়া প্রেমের জেরে  রাতে যুবকটিকে মেয়েটির ঘর থেকে আটক করে আসামিগন। তাঁকে নিযার্তন করে। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে সুচিকিৎসার ব্যবস্থা করেছে। আইন হাতে তুলে নেয়ায় দুই জনকে পুলিশ আটক করে। তাদের এক জন হাজী রিয়াজুল ইসলাম জামিনে ছাড়া পেয়ে বাড়িতে ফিরে এলে প্রতিপক্ষ তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় মঙ্গলবার পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। এদিকে প্রবাসীর স্ত্রীর পরিবার দাবি করেছে ধর্ষণের চেষ্টায় যুবক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেছিল। তার চিকিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে যুবককে আটক করে। প্রবাসীর স্ত্রী ধর্ষনের চেষ্টায় মামলা নিতে গেলে পুলিশ মামলা নেয়নি। কোন এক মন্ত্রীর পুত্র যুবকের পক্ষে থানা পুলিশের কর্মকর্তাকে প্রভাবিত করেছে। প্রবাসী স্ত্রীর অভিযোগ দীর্ঘদিন ধরে তাকে ওই যুবক উত্তাক্ত করে আসছিল। সুযোগ বুঝে ঘরে প্রবেশ করে। তাকে ধর্ষনের চেষ্টা চালায়। তিনি চিৎকার করলে প্রতিবেশীরা তাকে আটক করে। ধর্ষনের চেষ্টা মামলা থানায় দিতে গেলে পুলিশ নেয়নি। মন্ত্রী পুত্রের নিষেধাজ্ঞা আছে বলে পুলিশ সাবজবাব দেয়।

আর//দৈনিক দেশতথ্য//৩১ আগষ্ট-২০২২