সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: মা হয়েছে এক বিধবা নারী। বাবা হয়নি কেউ। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর হাসপাতালে গাইনি ওয়ার্ডে। আজ শুক্রবার এই ঘটনায় টক অফ দ্যা টাউনে পরিণিত হয়েছে।
জেলা সদরের কুলাঘাট গ্রামের এক বিধাব নারী প্রসব বেদনা নিয়ে রাতে সদর হাসপাতালে ভর্তি হয়। তার গাইনি ওয়ার্ডে ফুটফুটে সন্তানের মা হয়। মা ও সন্তান ভাল আছে। তবে প্রশ্ন হচ্ছে বাবা হয়নি কেউ।ওই নারীকে তার আপন ভাই হাসপাতালে নিয়ে আসেন। নারীর সম্মান রক্ষার্থে ও সামাজিক ভাবে হেয় হবার ভয়ে পরিচয় গোপন রাখা হয়েছে। ওই বিধবা নারী জানান, স্বামীর মৃত্যুর পর স্থানীয় এক প্রভাবশালী পরিবারের যুবকের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এই সম্পর্ক তৈরি করায়। এক পর্যায়ে গর্ভবর্তী হলে প্রেমিক যুবক আজ কাল বলে বলে কালক্ষেপন করে। এখন সে লাপাত্তা। তবে যুবক তাকে মেনে নিতে চায় পারিবারিক ভাবে চাপের মুখে এখন নিশ্চুপ রয়েছে। এখন বিধবার পেটের সন্তানের পরিচয় কি হবে। তাই লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সকলে বলছেন, বিধাব মা হয়েছেন কিন্তু বাবা কেউ হতে চায় না।
লালমনিরহাট সদর হাসপাতালের আবসিক মেডিক্যাল অফিসার সামিরা হোসেন চৌধুরি জানান, মা ও শিশু দু’জনে সুস্থ রয়েছে। ওই বিধবা নারীকে তার ভাই হাসপাতালে ভর্তি করিয়েছে। পরিবারটি এই মূহুর্তে পরিচয় গোপন রাখতে চায়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post