Print Date & Time : 12 May 2025 Monday 5:08 pm

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় মামলা

সুদীপ্ত শাহীন, লালমনিরহাট, ২৩ জানুয়ারি ঃ
পাটগ্রামে দূর্বৃত্তদের হামলায় নিহত বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (৬৮) ঘটনায় আজ রবিবার সকালে নাহিদুজ্জামান বাবু (২৫) কে প্রধান আসামি ও অজ্ঞাত নামা কয়েক জনককে আসামি করে পাটগ্রাম থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

নিহত মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর ছেলে রিফাত হাসান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। সন্দেহভাজন ঘাতক নাহিদুজ্জামান বাবু হত্যাকান্ডের পরপরে দেশের একমাত্র করিডোর তিন বিঘা করিডোরের ওপারে দহগ্রামে আশ্রয় নিয়েছে। তাঁকে গভরি রাতে দহগ্রামে ইকন্ঠিত অবস্থায় অনেকে দেখেছে।

এদিকে আজ রবিবার দুপুর ১২টায় মিছিলটি শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরা মুক্তিযোদ্ধা কপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা গণ ও তাঁদের সন্তান গণ বীরমুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখে।

সন্দেহ জনক অভিযুক্ত নাহিদুজ্জামান বাবু পাটগ্রাম পৌর সভার রসুলগঞ্জ নিউ পূর্বপাড়া মোঃ আব্দুস সামাদ প্রধান ছেলে। নিহত এম ওয়াজেদ আলী তাদের প্রতিবেশী ছিল। পাটগ্রাম মহিলা কলেজের অবসর জীবনযাপনের পর তিনি ব্যক্তিগত উদ্যোগে ফাতেমা প্রি ক্যাডেট নামে ১টি প্রতিষ্ঠান গড়ে তুলেন। সেই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী। ওই স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন সন্দেহভাজন ঘাতক নাহিদুজ্জামান প্রধান ওরফে বাবু। বার্ষিক পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে অধ্যক্ষের সঙ্গে তার ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল।

এই হত্যাকান্ডের পর নাহিদুজ্জামান বাবু লাপাত্তা হয়ে যায়। তাঁকে কেউ কোথাও দেখতে না পেয়ে সন্দেহ করতে থাকে। বাবুর ফেসবুক এ্যাকাউন্টে দেখা যায় ৬ জানুয়ারি বাবু স্ট্যাটাসে লিখেন, ‘সফলতার অন্যতম মূলমন্ত্র হলো প্রতিহিংসার ঊর্ধ্বে ওঠা। কারণ প্রতিহিংসার বসে আপনার কাছের মানুষগুলো না চেয়েও আপনার ক্ষতি করে বসে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মামলার এজাহানামীয় আসামিসহ অজ্ঞাত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আসামিরা খুব দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

এদিকে একটি সূত্রে জানা গেছে, নাহিদুজ্জামান বাবু এই হত্যাকান্ডে জড়িত হলে সে দেশে নেই। সে হত্যার পরপর তিন বিঘা করিডোর দিয়ে দহগ্রাম আঙ্গোরপোতা হয়ে ভারতে চলে গেছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//